পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে পাকাস্থাপনা নির্মাণ বন্ধ করল কর্তৃপক্ষ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট এলাকায় চন্দনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে পাকাস্থাপনা নির্মাণ বন্ধ করে দিল কতৃপক্ষ। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপারা পদমদী গ্রামের আঃ কাদের শেখের ছেলে মোঃ রফিক শেখ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আর সি সি পিলার করে পাকাস্থাপনা নির্মান করছিল। পরে বিষয়টি কতৃপক্ষ জানার পর কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে রফিক শেখ জানান, আমি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্তকর্তা গিয়াস ও ওয়ার্ক এ্যাসিন্টেট কাসেমের মাধ্যমে ৩০ হাজার টাকা দিয়ে ২৪ হাত / ১২ হাত জমি লিজ নেই। এই জমি লিজ নিয়ে দোকান ঘর করছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান বলেন, পিলার উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এর পরও যদি আবারো কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Comments SHARES সারাদেশ বিষয়: