৬৭ বছরেও বয়স্ক ভাতা পাচ্ছেন না অসহায় মালেক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯ স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ৬৭ বছরে পেরিয়ে গেলে ও এখন বয়স্ক কার্ড পায়নি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নারায়নপুর (শেখ পাড়া) গ্রামের মোঃআব্দুল মালেক নামে এক বৃদ্ধ। জানা যায়,মালেক একজন অসহায় দিন মুজুর ও অতি হত দরিদ্র ব্যাক্তি। তার সাথে কথা হলে সাংবাদিকদের বলেন, আমি অনেক বার চেয়ারম্যান ও মেম্বারকে বলেছি বয়স্ক ভাতা কার্ডের জন্য কিন্তু কোন গুরুত্ব দেননি তারা। তাই বয়স্ক ভাতার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত ২৫/০৪/২০১৯ ইং তারিখে আবেদন করেছি। তিনি বলেন, বর্তমানে আমার পরিবারের সদস্য ৫জন রোজগারের জন্য আমাকে একাই কাজ করে চাল ডাল কিনে কোন রকম সংসার চালাই। তিনি আরও বলেন, আমার বয়স্ক ভাতা কার্ডের জন্য পীরগঞ্জ সমাজ সেবা অফিসারের জোর দৃষ্টি আকর্ষণ করছি। এবং মাননীয়- মন্ত্রী, সমাজ কল্যান মন্ত্রণালয় প্রতি সংবাদ ও গণমাধ্যমের দ্বারা আবেদন জানাইলাম। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: অসহায় মালেকবয়স্ক ভাতা