কিশোরগঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ড. হ্যানিম্যানের জন্মদিনপালিত

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ড.স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৩তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে হোমিওপ্যাথিক ফোরাম।

সোমবার সকালে প্রবীণ হিতৈষী কার্যালয়ে কিশোরগঞ্জ হোমিওপ্যাথিকফোরামের চেয়ারম্যান ও স্বানাপের জেলা সমন্বয়ক ডাঃ এমএ হালিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের ওষুধ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোছাম্মৎ ফোয়ারাইয়াছমিন।

বিশেষ অতিথি ছিলেন ডিএইচএম ডাঃ এসাসিয়েশন এরসভাপতি ডাঃ সফিউদ্দিন ভুঞা, সাবেক সভাপতি ডাঃ মোকাররমহোসেন পামেল, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক ডাঃ মুহিউদ্দিন আহম্মদ, বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও জাতীয়সাংবাদিক সংস্থার সভাপতি রেজাউল হাবীব রেজা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শহর সমবায় সমিতির সহসভাপতি শফিউল আলম, ডাঃ রুবি ইসলাম প্রমুখ।

সভা পরিচালনা করেন কিশোরগঞ্জ হোমিওপ্যাথিকফোরামের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোবারক হোসেন খান। এ সময় কিশোরগঞ্জে হোমিওপ্যাথিকফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments