কুমিল্লায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

একুশনিউজ২৪:  চৌদ্দগ্রামে  বাসে পেট্রোলবোমা হামলায় আটজন নিহত হওয়ার মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদন নাকচ করেছেন কুমিল্লার আদালত।

আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জেসমিন আরা বেগম জামিন আবেদন নাকচ করে আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন নাকচ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার খালেদা জিয়ার আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

বিএনপি নেত্রীর চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

/এমএম

Comments