এবার খুলনায় পাওয়া যাবে ৯৯৯ এর জরুরী সেবা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র ৮টি থানায় সাধারণ মানুষের জন্য জরুরি সেবা প্রদান শুরু হয়েছে জাতীয় জরুরী সেবা ৯৯৯। ইতোমধ্যে পুলিশের সদর দপ্তর থেকে প্রতিটি থানায় একটি করে ডিভাইসসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রদান করেছে। এতে করে যেখানে-সেখানে নানা অপরাধের তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে সাধারণ মানুষকে আর ছুটতে হবে না। কেএমপি পুলিশের সূত্রে জানা গেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মার্কেটসহ বিভিন্ন স্থানে নারীরা ইভটিজিং অথবা উঠতি রোমীয়দের সন্ত্রাসের শিকার হলে ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবে পুলিশ। তাছাড়া অগ্নিকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজিসহ যে কোন অপরাধমূলক ঘটনা ঘটলে পুলিশকে এই নম্বরে জরুরি সেবা পেতে সাধারণ মানুষ কল দিতে পারবেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, কেএমপির সকল থানায় এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নগরীর সদর, সোনাডাঙ্গা মডেল, খালিশপুর, দৌলতপুর, লবণচরা, হরিণটানা, খানাজাহান আলী ও অড়ংঘাটা থানায় একটি করে ইলেক্ট্রনিক্স ডিভাইস বরাদ্দ হয়েছে। এছাড়া একটি কম্পিউটার সেটসহ অন্যান্য যন্ত্রাংশ দেয়া হয়েছে। ৯৯৯ নম্বরের মাধ্যমে নগরীর সাধারণ মানুষের সামনে ঘটে যাওয়া নানা অপরাধের ঘটনা দ্রুত পুলিশের কাছে পৌঁছে যাবে। তাছাড়া পুলিশ তাৎক্ষণিকভাবে সেসব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, প্রতিটি থানায় একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ অফিসার সার্বক্ষণিক ৯৯৯ সেবা দিতে প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষ যে কোন অন্যায়ের সম্মুখীন হলে এই নম্বরে ফোন করে পুলিশের জরুরি সেবা নিতে পারবেন। এতে করে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: