যশোরের নওয়াপাড়া নৌবন্দরে কয়লা বোঝাই কার্গো ডুবি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯ যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে নোঙ্গর করা কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে। সোমবার সন্ধ্যায় তলদেশ ফেটে মঙ্গলবার সকালে প্রায় ৭শ টন কয়লা নিয়ে ডুবে যায় জলযানটি। কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্সের বিক্রয় কর্মকর্তা সুকুমার পাল জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এ কয়লা মোংলা সমুদ্রবন্দর থেকে এমভি হাজী হালিমা বেগম কার্গোতে করে গত রোববার তারা নওয়াপাড়ায় নিয়ে আসেন। কার্গোটি ভৈরব নদের নওয়াপাড়া নৌবন্দরের শংকরপাশা ফেরিঘাট নামক স্থানে নোঙ্গর করা ছিল। সোমবার সন্ধ্যায় কার্গোর তলদেশ ফেটে ভেতরে পানি ঢুকতে শুরু করে। এ সময় বুঝতে পেরে কার্গো থেকে ট্রলারে করে কয়লা খালাশ করতে থাকেন শ্রমিক দিয়ে। আনুমানিক প্রায় দুইশ টন কয়লা কার্গো থেকে খালাশ করার পর মঙ্গলবার সকালে কার্গোটি ভৈরব নদে ডুবে যায়। নওয়াপাড়া নৌ-বন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, এমভি হাজি হালিমা বেগম কার্গোটিতে ৯শ টন কয়লা ছিল। ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে। বিআইজে/ Comments SHARES সারাদেশ বিষয়: কার্গো ডুবি