‘জঙ্গি লক্ষণ বলে প্রচারিত বিজ্ঞাপনটি সম্প্রীতি বাংলাদেশের নয়’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরা ‘জঙ্গি লক্ষণ’ বলে প্রচারিত ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপরই বিভিন্ন ইসলামী সংগঠন তাদের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানায়। পত্রিকায় প্রকাশিত জঙ্গি সনাক্তকরণ সংক্রান্ত সেই বিজ্ঞাপনটির সঙ্গে ‘সম্প্রীতি বাংলাদেশ’- এর কোন সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। আজ (১৬ মে) গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বাবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ড. মামুন আল মাহতাব-এর পক্ষ থেকে এ দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে, ২০১৯ তারিখে দেশের বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় জঙ্গি সনাক্তকরণ সম্পর্কিত একটি বিজ্ঞাপন প্রচারিত হয়। বিজ্ঞাপনের নীচে লেখা ছিল ‘প্রচারে সম্প্রীতি বাংলাদেশ। এই বিজ্ঞাপনটি প্রচারের সঙ্গে কোন পর্যায়েই আমাদের সংগঠন সম্প্রীতি বাংলাদেশ’ এর কোন সংশ্লিষ্টতা নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয, ‘সম্প্রীতি বাংলাদেশ’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সংগঠন। প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত এবং অনাকাক্ষিত। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: সম্প্রীতি বাংলাদেশ