রাজাপুরে র‍্যাবের অভিযানে ৫ হাজার ২শ কেজি পলিথিন জব্দ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে রাজাপুরের কেওতা মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ৫২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ ঘটনায় ওসমান গণি নামে ১ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ওসমান গণি রাজাপুর উপজেলার কেওতা ঘিগড়া গ্রামের প্রয়াত আশ্রাব আলীর ছেলে।

বরিশার র‌্যাব-৮ এর এএসপি মুকুট চাকমা জানান, পলিথিন ব্যবসায়ী ওসমান গণি চার বছর ধরে নদী পথে ট্রলারযোগে ঢাকা থেকে পলিথিন এনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ওসমান গনির বাড়ির সামনের খালে ট্রলার বোঝাই ৭০ বস্তা পলিথিন জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান শাহারিয়া আটককৃত ওসমান গনিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অবৈধ পলিথিন ধ্বংসের নির্দেশ দেন।

বিআইজে/

Comments