ঢাকা, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ওয়াসিংটন ডিসি পৌঁছলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পৌঁছলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার বিকেলে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী শহরে পৌঁছেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি তাঁর আবাসস্থল দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।

২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।

স্যাংশনে কিচ্ছু যায় আসে না : শেখ হাসিনা

সফর শেষ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএম/একুশনিউজ/

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ