ঝিনাইদহের কালীগঞ্জে ডাক্তারের ভূল অপারেশনে গৃহবধুর মৃত্যু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামিয়া (প্রাঃ) হাসপাতালে ডাক্তারের ভূল অপারেশনে সোনালী খাতুন (২১) নামের এক গৃহ বধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ সোনালী খাতুন কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের হাসান আলীর স্ত্রী। গৃহবধুর স্বামী হাসান জানান, শনিবার রাত দশটার সময় তার স্ত্রীর প্রসব যন্ত্রনা শুরু হলে ওই সময়ই তাকে কালীগঞ্জের নিমতলা বাস ষ্ট্যান্ডের ইসলামী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর রিপোর্টপত্র দেখে কর্তৃপক্ষ জানায় তাকে এখনই সিজার করাতে হবে তা নাহলে রোগী এবং বাচ্চার সমস্যা হবে। রোগীকে ভর্তি করার পর যে ডাক্তার দিয়ে তাকে সিজার করার কথা কর্তৃপক্ষ সে ডাক্তারকে দিয়ে সিজার না করায়ে কালীগঞ্জের ডাঃ প্রফুল্ল কুমার মজুমদারকে দিয়ে সিজারিয়ান আপরেশন করায়। অপারেশন শেষে কর্তৃপক্ষ রোগীর স্বামীকে জানায় রোগীর অবস্থা ভালো না রোগিকে নিয়ে যশোর নিয়ে যেতে বলে এবং সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ক্লিনিকের মালিক ও নার্সরা। বিআইজে/ Comments SHARES সারাদেশ বিষয়: