‘ফর্ণী’র তান্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে ভোলার পুলিশ সুপার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৯ কামরুজ্জামান শাহীন, ভোলা: শুক্রবার ভোর রাত থেকেই ঘূর্ণিঝড় ফর্ণী’র তান্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন (পি পি এম সেবা)। জানা যায় , ঘূর্ণিঝড় ফর্ণী’র আঘাতে জেলার ৭ উপজেলায় বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। ভোলার সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে কোড়ালিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়, তেতুঁলিয়া নদীর পার বেড়িবাঁধে প্রায় অর্ধশত টিনের ঘর বিধ্বস্ত হয়ে যায় ফর্ণী’র প্রভাবে। ঘরচাপা পড়ে মারা যায় রাণী বেগম (৫৫) এক নারী। খবর শুনে শনিবার (৪মে) সকালে ঘূর্ণিঝড় ফর্ণী আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান পুলিশ সুপার। তিনি তাদের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সে সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর মডেল থানা ওসি সগির মিয়া প্রমূখ। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: