যশোরে ফেনসিডলসহ কলেজ শিক্ষক আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ যশোর প্রতিনিধি: যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেন ওরফে লিটনকে তিন বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল তিনটায় চাচড়া ইসরাইল ড্রাইভারের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেন। তার পরিবারের দাবি, আটকের সময় তার কাছে ফেনসিডিল ছিলো না । এসআই হাসানের দাবিকৃত একলাখ টাকা দিতে না চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ফেন্সিডিলসহ আদালতে চালান দিয়েছে। লিটন উপশহর সি ব্লক মোতালেব হোসেন ছেলে। একটি সূত্রের দাবি লিটন বৃহস্পতিবার বিকালে ফেনসিডিল সেবন করতে ওই বাড়িতে যান। সোর্স মারফত খবর পেয়ে এসআই হাসান তাকে ফেনসিডিল সেবনের আগেই আটক করেন। পরে ছাড়ার জন্য এক লাখ টাকা পর্যন্ত দেন দরবার করেন। পরে পরিবার থেকে পঞ্চাশ হাজার টাকা দেন। কিন্তু তাতে সন্টুষ্টি হতে না পেরে শুক্রবার তাকে তিন বতোল ফেনসিডিসহ চালান দেয় পুলিশ । এ বিষয়ে এস আই হাসান সাংবাদিকদের জানিয়েছেন, লিটন নিয়মিত ফেন্সিডিল সেবন করেন। বৃহস্পতিবার সেবন করার সময় তিন বোতলসহ তাকে আটক করা হয়। টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি । /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: