কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্ধোধন; উন্নয়নের নতুন ধাপে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১২টায় তিনি বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজের উদ্বোধন করেন। কর্ণফুলী নদীর তলদেশে ৯ হাজার ৮৮০ কোটি টাকায় নির্মাণ হচ্ছে এই টানেল। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড তা বাসত্মবায়ন করছে। টানেল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু টানেল দক্ষিণ-পূর্ব এশিয়ায় নদীর তলদেশে সবচেয়ে বড় টানেল হবে এটি। এরমাধ্যমে বাংলাদেশ উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করেছে। তিনি বলেন, আমরা গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য রাখতে চাই না। শুধু শহরে উন্নয়ন হবে, তা আর হবে না। গ্রামের প্রতিটি মানুষ যেন নাগরিক সুবিধা পায়, সে বিষয়টি মাথায় রেখেই কাজ করছে সরকার। এদিকে লালখান বাজার থেকে বিমান বন্দর পর্যনত্ম চার লেনের ১৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পও উদ্ধোবধন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স র্যানকিন জেবি। ২ হাজার ৮ ৫৪ কোটি ৫৬ লাখ ১২ হাজার ১১৩ টাকায় প্রকল্পটি বাসত্মবায়িত হচ্ছে। এর আগে রোববার সকালে চট্টগ্রামে পৌঁছেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম চট্টগ্রাম সফর। আলোচিত এই দুই প্রকল্পের উদ্বোধন শেষে প্রায় দেড় হাজার মানুষের উপস্থিতিতে সুধী সমাবেশে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: