নতুন বছরকে বরণ করে নিলো ঢাকাবাসী নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪ ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে বরণ করে নিল রাজধানীবাসী। মধ্যরাতে ঘড়ির কাটায় ১২টা বাজতেই রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের নতুন বছর বরণ উদযাপন শুরু হয়েছে। রাতে ঢাবি এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় শহীদ মিনার ও টিএসসি এলাকায় হাজারো মানুষ একত্রিত হয়েছে। ১২টা বাজতেই তারা একসঙ্গে, এক কন্ঠে গান গেয়ে নতুন বছরকে বরণ করে নেয়। এসময় নতুন বছরকে কেন্দ্র করে উল্লাসে মেতে উঠে উপস্থিত সবাই। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু ও প্রিয়জনদের সাথে নিয়ে এই মধ্য রাতে ঘুরতে এসেছেন। উপভোগ করতে এসেছেন নববর্ষ উদযাপন আনন্দ। রবিবার সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত হতেই মহাকালে হারিয়ে গেছে আরেকটি বছর। বিদায়ী বছরের দুঃখ-বেদনা ভুলে নতুন আশায় স্বাগত জানানো হলো ২০২৪ সালকে। দেশের অধিকাংশ কর্মকাণ্ডই চলে ইংরেজি সাল গণনায়। তাই খ্রিষ্টীয় বছর মানুষের জীবনে অনেক গুরুত্ববহ। /একুশনিউজ/এইচআর/ Comments SHARES জাতীয় বিষয়: