মহাসড়কে যানজট; ডিসি-ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন-ভাংচুর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটের প্রতিবাদে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা। সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার বিক্রমহাটিতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। যাত্রীরা জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। মহাসড়কের প্রায় পুরো এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষুব্ধ হয়ে সাধারণ যাত্রীরা গাড়ি থেকে নেমে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। এসময় তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা ডিসির গাড়ি ভাঙচুর ও ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে, হাইওয়ে পুলিশ জানায়, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ থাকায় যান চলাচল করছে ধীরগতিতে। তবে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। এসকে/ Comments SHARES সারাদেশ বিষয়: