বায়েজিদে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদে দেলোয়ারা বেগম মুক্তা (৩৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ।

শুক্রবার দুপুরের দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন করিমগঞ্জ আব্বাস খানের পুরাতন বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

নিহত গৃহবধূ দিলোয়ারা বেগম মুক্তা (৩৪) স্থানীয় মো. সাইফুল ইসলামের (৪০) স্ত্রী৷ তবে পুলিশ বলছে মেয়ের পরিবারের অভিযোগ মুক্তাকে হত্যা করা হয়েছে অপরদিকে শ্বশুর বাড়ির লোকজন বলছে আত্মাহত্যা করেছেন ।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, শুক্রবার দুপুরে খবর পেয়ে আমরা গৃহবধু দেলোয়ারা বেগম মুক্তার লাশ উদ্ধার করি।তবে স্বামীর পরিবার বলছে আত্মহত্যা।

মুক্তার পরিবার অভিযোগ করছেন নির্যাতনে হত্যা। আমরা হত্যার অভিযোগ গ্রহণ করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং মেয়ের পরিবারের হত্যা মামলায় স্বামী সাইফুল ইসলামকে আমরা আটক করেছি।

/আরএ

Comments