বাঘারপাড়ায় মাছ উৎপাদনে সাড়া ফেলেছে বিল নার্সারি কার্যক্রম

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

শান্ত দেবনাথ,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্যতা বৃদ্ধির লক্ষে বেশ কিছু কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিল নার্সারি স্থাপন সংক্রান্ত কার্যক্রম স্থানীয় জনগনের মাঝে উৎসাহ উদ্দীপনার জন্ম দিয়েছে।

স্থানীয় জনগন মনে করেছেন এধরণের উদ্যোগের সফল বাস্তবায়ন উপজেলার মাছের উৎপাদন চিত্রের ইতিবাচক পরিবর্তন ঘটাতে সহায়ক হবে, যার ফলে ধরা পড়বে বিভিন্ন প্রজাতির মাছ।

এ উপজেলায় দিন দিন মাছের উৎপাদন বেড়েই চলছে। প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন এবং নতুন নতুন প্রযুক্তি হস্তান্তরের মধ্য দিয়ে মৎস্য বিভাগের সাথে মৎস্য চাষিদের তৈরি হয়েছে সেতুবন্ধন, বেড়েছে সচেতনতা, বেড়েছে উৎপাদন।

স্থানীয় মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে (রাজস্ব অর্থায়নে) বিল জলেশ্বরে ০.৪০হেক্টর জায়গায় বিল নার্সারি স্থাপন করা হয়েছে। অবমুক্ত করা হয়েছে রুই, কাতলা, মৃগেল সহ প্রায় ৪০হাজার রেনু পোনা। স্থানীয় জনগন এ ব্যবস্থাপনায় জড়িত রয়েছে।

বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়নের সুফলভোগী দলনেতা এনামুল হক, বলেন ‘মৎস্য দপ্তরের এমন উদ্যোগের ফলে এ বিলে দেশীয় রুই জাতীয় মাছের উৎপাদন বাড়বে।’

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্যতা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরই এধরণের উৎপাদনবৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ লক্ষ্য অর্জনে স্থানীয় জনগনের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক কার্যক্রম বাস্তবায়নের কোন বিকল্প নেই।

এসকে/

Comments