৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ দেখতে মানুষের ভিড়! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯ মনিরুজ্জামান মনির, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে জেলেদের জালে ৪১.৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। রোববার ভোরে দুধকুমার নদের সোনাহাট সেতুর কাছে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে মাছটি আটকা পরে। জেলে রফিকুল জানান, মাছটি জালে আটকা পড়ার পর ওজনের কারণে তিনি একাকি জাল তুলতে না পেরে স্থানীয়দের সহায়তায় জাল সমেত মাছটি উপরে তোলেন। ওপরে তোলার পর দেখায় মাছটির ওজন ৪১.৭ কেজি। পরে মাছটি ১১’শ টাকা কেজি দরে বিক্রি হয়। এতো বড় মাছ ধরতে পেরে ভীষণ খুশি বলে জানান রফিকুল ইসলাম। বিশাল আকৃতির মাছ ধরা পরার খবর ছড়িয়ে পরলে উৎসুক জনতা মাছ দেখতে ভীড় জমায়। মাছ কিনতে এসে না পেলেও বিশাল আকৃতির মাছ দেখেই তৃপ্তির ঢেকুর তুলতে হয় অনেক ক্রেতাকে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: