গোবিন্দগঞ্জে আমিনুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ২, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর বেড়া মালঞ্চা গ্রামের সেচপাম্প মালিক সমিতির সদস্য আর্দশ কৃষক আমিনুল ইসলামকে দিনের বেলায় প্রকাশ্যে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার বাসুদেবপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল মতিন মোল্লা, নিহতের স্ত্রী মুন্নি বেওয়া, ভাই আলতাব হোসেন নান্নু, ছেলে মোনারুল ইসলাম, কৃষক সমিতির রফিকুল ইসলাম, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সহ আরো অনেকে।

বক্তারা অবিলম্বে আর্দশ কৃষক আমিনুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ফাঁসির দাবী করে। উল্লেখ্য, গত রবিবার বাসুদেবপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম মৃত্যুবরণ করে।

আরএ

Comments