ফরিদপুরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ekushnews24.com ekushnews24.com প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে পালিত হয়েছে মোহনা টেলিভিশন এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। মোহনা টিভি দর্শক ফোরাম এর আয়োজনে কেক কেটে উদযাপিত বার্ষিকী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতীপ্রাপ্ত)। শনিবার (১১ নভেম্বর) ফরিদপুর প্রেস ক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মোহনা টিভি’র ফরিদপুর জেলা প্রতিনিধি জনাব আশীষ পোদ্দার বিমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য লেখক ও গবেষক জনাব মফিজ ইমাম মিলন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা। বক্তারা বলেন, মোহনা টিভি মুক্তিযুদ্ধের কথা বলে। দেশের কথা বলে। সাধারণ মানুষের কথা বলে। আর তাই তাদের পরিবেশিত খবর বিনোদন এবং মানসম্মত অনুষ্ঠান সকল শ্রেণীর দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। ধারাবাহিকতার মধ্য দিয়ে বাংলাদেশে মোহনা টিভি একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। বক্তারা আগামী দিনে মোহনা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে বাউল সংগীত পরিবেশন করেন বাউল পাগলা বাবলু খান। এ সময় বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Comments SHARES জাতীয় বিষয়: ekushey tv job news presenteretv onlineMohonatv