যারা ধ্বংসে বিশ্বাসী তারা ২১ বছরেও মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি’

যারা ধ্বংসে বিশ্বাসী তারা ২১ বছরেও মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি’

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

যারা ধ্বংসে বিশ্বাসী তারা ২১ বছরেও মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি ধ্বংসের রাজনীতি করে। তারা পুলিশ হত্যা করে, বিচারপতির বাসায় হামলা করে। যারা ধ্বংসে বিশ্বাসী তারা ২১ বছরেও মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি।

বুধবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এদেশে ব্যাপক উন্নয়ন করেছে। শতভাগ বিদ্যুতায়ন করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। অথচ বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করছে। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীসহ প্রমুখ।

Comments