১৫ মে গাজীপুর ও খুলনা সিটিতে ভোট

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

স্টাফ রিপোর্টার: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৪-১৫ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনা সিটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন।

নির্বাচন কমিশনার সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এই পাঁচ সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে। এজন্য রমজানের আগে গাজীপুর ও খুলনা সিটি ভোট শেষ করে ঈদের পর অন্য তিন সিটিতে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।

/আরএ

Comments