মোঃ রবিউল অাউয়াল, চাঁদপুর: চাঁদপুরে হাজিহঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রুখসানা (১৭) নামের এক অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করেছে হাজিহঞ্জ থানা পুলিশ।
হাসপাতালের কর্মরত চিসিৎক জানিয়েছে, গতকাল রোববার ওই কিশোরী নিজেই হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মেয়েটি নিজের নাম রুখসানা, পিতার নাম অহিদুল ইসলাম এবং বাড়ি সিলেটে বলে উল্লেখ্য করে। এরপর রাতে মেয়টি মারা যায়।
স্থানীয়দের ধারণা মেয়েটিকে অসুস্থ অবস্থায় কোনো না কোনো পরিবহন থেকে হাসপাতালের সামনে নামিয়ে দেয়া হয়েছে।
/এমএম