শেষ দিনে যাদের মনোনয়ন অবৈধ হলো নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮ একুশ নিউজ: ইসি কার্যালয়ে শেষ দিনের মতো চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানি। গত দুই দিনে ১৭৮জনের মনোনয়ন বৈধ ঘোষিত হয় এবং ১৪১জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হয়। আজ শেষ দিন শনিবার এ পর্যন্ত যাদের মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হলো তারা হলেন: নেত্রকোণা-১ এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম মো. ওয়াহিদুল, ময়মনসিংহ-৯ আলমগীর কবির, ময়মনসিংহ-৭ এম এ রাজ্জাক খান, নেত্রকোণা-৫ জাকির হোসেন, ময়মনসিংহ-৩ সামিউল আলম, নেত্রকোণা-৪ শফি আহমেদ, জামালপুর-৩ বিকল্পধারার মাসুম বিল্লাহ, ময়মনসিংহ-১১ এস এম আশরাফুল হক, নেত্রকোণা-৪ শফী আহমেদ, চট্টগ্রাম-৫ বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আজ শেষ দিন (৮ ডিসেম্বর) ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। শুনানি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদা এবং অন্যান্য কমিশনাররা। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: শেষ দিনে যাদের মনোনয়ন অবৈধ হলো