শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ একুশনিউজ২৪: শরীয়তপুরে এক গৃহবধূকে গণ ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা ৬ বছর আগের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মো. আবদুস সালাম খান বুধবার ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম সুজন, তার সহযোগী সাইফুল ইসলাম ও দুলাল মাতবর। তাদের মধ্যে সাইফুল ও দুলাল রায় ঘোষণার সময় আদালতে থাকলেও রেজাউল কবীর সুজন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। শরীয়তপুরের পিপি মির্জা হযরত আলী মামলার নথির বরাতে বলেন, সদর উপজেলার দক্ষিণ বালুচরা গ্রামের ইসাহাক মোল্লার স্ত্রী সামসুন্নাহার তানি ২০১৪ সালের ১৭ অগাস্ট স্বামীর বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বের হন। এর চার দিন পর এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলে তারা প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন বলে আদালতে জবানবন্দি দেন। আদালত এ মামলায় ১৭ জনের সাক্ষ্য নিয়েছে বলে জানান পিপি হযরত আলী। রায়ের প্রতিক্রিয়া দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইলামের ভাই বিল্লাল পেদা বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আলাদতে আপিল করব। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুরাদ ও মো. শাহ আলম। সরকার পক্ষে ছিলেন পিপি মীর্জা হজরত আলী। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড