কিশোরগঞ্জে সচেতন তারুন্যের ব্যানারে আরবি নববর্ষ উদযাপন

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ‘সচেতন তারুণ্য’ সামাজিক সংগঠনের উদ্যোগে কিশোরগঞ্জে উদযাপিত হলো হিজরী নববর্ষ।

বুধবার ১২ সেপ্টেম্বর বিকালে একরামপুর অস্থায়ী কার্যালয়ে আরবি নতুন বৎসর ১৪৪০  হিজরী উপলক্ষ্যে নববর্ষ উদযাপন করে সচেতন তারুণ্য’।

সংগঠনটির আহবায়ক আশরাফ আলী সোহানের সভাপতিত্বে সদস্য সচিব সুলতান আফজাল আইয়ুবীল পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়াপথ সংগঠনের জোবায়ের আহমাদ, বায়তুল হিকমা বাংলাদেশের পরিচালক মাওলানা নাজিমুদ্দিন খান, চিড়াকুটা বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তাগন হিজরী বর্ষের সামাজিক, অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন আরবী নতুন বর্ষ ইসলামের একটি গুরত্বপূর্ণ অংশ। আমাদের উচিত এই গুরুত্বপূর্ণ সংস্কৃতি সমাজের
ছড়িয়ে দেওয়া। ইংরেজী নববর্ষ গণনা বা এর মাধ্যমে পরিচালিত হওয়ার চেয়ে আরবী নববর্ষ অনেক
সুবিধাজনক বলে জানান বক্তারা।

এছাড়াও ধর্মী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আরবি বর্ষের মাস গুলোর উপরই ভিত্তি করেই সমাজের বেশিভাগ উৎসব ও ধর্মীয় বিধান পালন করা হয়। বিধায় আরবি বর্ষ গণনাই সুবিধা জনক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম পবিত্রকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, আবু বকর, তানিম, হুমায়ুন কবীর, নুরুল জান্নাত মান্না, এনামুল হক প্রমুখ।

/এমএম

Comments