লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮ মুহাম্মদ নোমান ছিদ্দীকী লক্ষ্মীপুর প্রতিনিধি: জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুন। সভায় বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ, আখতার আহমদ, জেলা ব্র্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ প্রমূখ। এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে শহরের কালেক্টর স্কুল এ্যান্ড কলেজে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয় Comments SHARES সারাদেশ বিষয়: দুর্যোগপ্রস্তুতিলক্ষীপুরলক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত