রোগিদের অপ্রয়োজনীয় পরীক্ষা না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

স্টাফ রিপোর্টার: রোগীদের রোগ নির্ণয়ের জন্য অপ্রয়োজনীয় পরীক্ষা না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদ।এছাড়াও তিনি চিকিৎসকদের প্রতি সেবার মনোভাব নিয়ে মানুষকে চিকিৎসা দিতে আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার সচেষ্ট। ভুল চিকিৎসায় যাতে কোনো মানুষ মারা না যায়, সে ব্যাপারে চিকিৎসকদের সজাগ থাকাতে হবে।

শনিবার বিকেলে ‘অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব বাংলাদেশ’ (এপিবি) ২৯তম বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

/আরএ

Comments