মিরসরাইয়ে ট্রাক চাপায় নিহত ৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮ এম ওমর ফারুক আজাদ, চট্রগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়ানো অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল (৪৫), মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন (৬০)। আর আহত অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন (২৫) ও সোহেল (২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টিপু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: মিরসরাইয়ে ট্রাক চাপায় নিহত ৫