ভৈরবে বিড়ি শিল্প শ্রমিকদের বিক্ষোভ মিছিল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: দেশের নতুন বাজেটে বিড়ির ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল ও বিএটি এ বহুজাতিক কোম্পানীর সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, ভৈরব অঞ্চলের বিড়ি শ্রমিকরা। ১৮ জুন (মঙ্গলবার) সকাল ১০.৩০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ভৈরব অঞ্চলের বিড়ি শ্রমিকরা এই বিক্ষোভ ও মানববন্ধন পালন করে। মানববন্ধন চলাকালে বিড়ি ভোক্তারা বলেন, গরীব মানুষের বিড়িতে ট্যাক্স থাকবে না। প্রয়োজনে সিগেরেটের মূল্য বৃদ্ধি করুন। বঙ্গবন্ধুর সোনার দেশে বিড়ি শিল্পকে ধংস করা চলবে না। বিড়ির উপর সকল প্রকার কর মওকুফসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, ভৈরব অঞ্চল। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন, ভৈরব অঞ্চলের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক তৈয়ব আলী,আনিসুজ্জামান, আনিসুর রহমান সহ বিড়ি শিল্পের শ্রমিক ও নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন বিড়ি ও সিগারেট একই জাতীয় পণ্য হওয়া সত্বেও সিগারেট এর দাম বিড়ির তুলনায় কম বাড়ে। দেশে বিড়ি শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত এবং নিম্ন আয়ের শ্রমজিবী মানুষ, বিড়ি ধুমপানে অভ্যস্ত সুতরাং বিড়ির উপর হতে সকল প্রকার ট্যাক্স প্রতাহারের দাবি জানান এবং তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিড়ির দাম বৃদ্ধি করলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে। যার প্রভাব অার্থসামাজিক ক্ষেত্রেও পড়বে। আসন্ন বাজেটে বিড়ির উপর সকল প্রকার কর মওকুফের দাবি জানান। এছাড়া মানববন্ধনে বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং বিড়ি শিল্পকে কুঠির শিল্প ঘোষনা দাবিসহ ৮ দফা দাবি জানানো হয়। এদেশে সিগারেট থাকবে যতদিন বিড়ি থাকবে ততদিন, বিদেশী সিগারেট বন্ধ করতে হবে, বিড়িতে ট্যাক্স ছিল না বঙ্গবন্ধুর আমলে, ষড়যন্ত্র মানি না মানবো না। এসময় বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লে-কার্ড,ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় শতাধিক বিড়ি শ্রমিক। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: