ভৈরবে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯ ভৈরব প্রতিনিধি: ৩০ মে বৃহস্পতিবার ভৈরবে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ভৈরব কমলপুরস্থ শরীফুল আলমের ডাক বাংলো প্রাঙ্গনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর বিএনপি সাবেক সভাপতি হাজী আবুল হাসনাত, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি রিয়াজ আহমেদ মারুকী শাহিন, সাবেক পৌর কাউন্সিলর মো. আক্তার হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ফারুক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ছাত্রদলের সভাপতি যোবায়ের মাহমুদ আফজাল, সাধারণ সম্পাদক শহিদুল হক ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সানাউল হক সিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা জাসাসের সভাপতি আরমান হোসেন চঞ্চল, শ্রমিকদল নেতা মোবারক হোসেন প্রমুখ। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন এবং বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেল খানায় ৩০ টাকা মূল্যের ইফতার পরিবেশন করায় এর প্রতিকি হিসেবে ভৈরবের বিএনপি নেতাকর্মীরা একই ধরণের ইফতার পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানের বিএনপি’র উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এএ/ Comments SHARES সারাদেশ বিষয়: ভৈরবে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত