বটিয়াঘাটায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ আশিকুর রহমান, বাটিয়াঘাটা, খুলনা: বাটিয়াঘাটায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর ৬ টায় মিথুন মন্ডল নামে ওই কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন এর অর্ন্তগত তেতুলতলা গ্রামের মিথুন মন্ডল এর গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। লাশ উদ্ধারের পর তার শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা মিঠুন মন্ডলের পিতা না থাকায় তার চাচারা সম্পত্তির কারনে লোক দিয়ে পিটিয়ে মেরে দড়িতে ঝুলিয়ে রেখেছে। তবে এ ব্যাপরে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা পাঠিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: বটিয়াঘাটায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার