ফেনীর সড়কে শিশুসহ ৪ জন নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮ ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুঞায়, ফেনী-বসুরহাট সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আজ সোমবার (৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে দাগনভূঞার দুধমুখার উরাল মিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর সালেহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের গাঙচিল এলাকার খাদিজা বেগম (৪৬), তার ছেলে মো. শাকিল (১১), শাকিলের চাচাতো ভাই আবদুর রহিম (৩) ও সেনবাগের বাসিন্দা অটোরিকশার চালক মো. ইসমাইল হোসেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দাগনভূঁঞা উপজেলার উরাল মিয়ার টেকে ফেনী থেকে বসুরহাটগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। তাদের ফেনী হাসপাতালে নেয়ার পথে এক শিশুসহ দুজন মারা যায়। গুরুতর এক শিশুকে ফেনী হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সে। আরেকজন মারা যান কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে। আহত দুজনের মধ্যে একজন ঢাকা মেডিকেলে ও আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: