পহেলা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ পড়া যাবে না, থাকবে সিসি ক্যামেরার নজরদারি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮ স্টাফ রিপোর্টার: আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বর্ষবরণের অনু্ষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখের শোভাযাত্রায় কোনো প্রকার মুখোশ পড়া যাবে না, এবং ভভুজেলা বাজানো যাবে না। তবে প্ল্যাকার্ড ব্যবহার করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চালানো যাবে বলে। পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নজরদারি করা হবে। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: থাকবে সিসি ক্যামেরার নজরদারিপহেলা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ পড়া যাবে না