ঢাবি ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ মামলা করেন। মামলার অন্য দুইজন হলেন-ঢাবির প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও ট্রেজারার ড. কামাল উদ্দিন। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সম্পন্ন করতে আদালতের নির্দেশনা অনুসারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ মামলা করা হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ভিসিসহ তিনজনকে আইনি নোটিশ পাঠান তিনি। মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, গত ১৭ জানুয়ারি হাইকোর্টের এক নির্দেশে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ের মধ্যে নির্বাচন না দেয়ায় সংশ্লিষ্টদেরকে একটি আইনি নোটিশ পাঠান। কিন্তু সে নোটিশের কোনো জবাব না পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। আগামী রবিবার এ বিষয়ে শুনানি হতে পারে। উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: ঢাবি ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা