গাজীপুরে হত্যা মামলায় সাতজনের ফাঁসি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮ একুশনিউজ২৪: গাজীপুরে মিলন ভূইয়া নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে গাজীপুরের দায়রা জজ আদালত। এছাড়াও একজনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন। পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক। সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন মিলন। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে হত্যা করা হয়। /এমএম Comments SHARES সারাদেশ বিষয়: গাজীপুরে হত্যা মামলায় সাতজনের ফাঁসি