গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮ গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি শফিকুজ্জামান জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী মায়ের আঁচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় দুর্ঘটনায় আহত হন আরো ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। #এএইচ Comments SHARES সারাদেশ বিষয়: