খুলনায় সাংবাদিকদের সাথে জেলা রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে আজ শনিবার থেকে খুলনা শহরে শুরু হচ্ছে ইভিএম প্রদর্শনী।

আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ শনিবার (৮ ডিসেম্বর) সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ২২ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্র খুলনা জেলা স্কুল, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হানিফ কেরাতুল কোরআন মাদ্রাসা ও ফাতেমা ম্যধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম প্রদর্শন করা হবে।

১২ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে একশত ৫৭টি কেন্দ্রে ইভিএম প্রদশর্নীর আয়োজন করা হবে যা নির্বাচনের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ইভিএম নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে সকল প্রশ্ন আছে তা এই প্রদর্শনীর মাধ্যমে দূর হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

নির্বাচনের দিন মিডিয়াকর্মীদের পাস দেওয়ার বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে খুলনা পিআইডির সহযোগিতায় প্রকৃত সাংবাদিকদের মিডিয়া পাস দেয়া হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ মাজহারুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

/সিএইচ

 

Comments