এইচএসসি পরীক্ষা: প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সেট নির্ধারণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৮ একুশনিউজ২৪: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে এবার শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। রবিবার সচিবালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে ঢাকা বোর্ড প্রশ্নের সেট নির্ধারণ করবে। এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: এইচএসসি পরীক্ষাএইচএসসি পরীক্ষা: প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সেট নির্ধারণ