ইসিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে জানাতে হবে রোববার; প্রতিক বরাদ্ধ সোমবার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮ একুশ নিউজ: আগামীকাল (৯ ডিসেম্বর) রোববারের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে ইসিকে জানাতে হবে। সেই সাথে দলীয় প্রতিক বরাদ্ধের জন্য আবেদনও করতে হবে। অর্থাৎ কোন কোন প্রার্থী দলীয় প্রতিকে নির্বাচন করেবেন তা প্রত্যেক দলকেই কালকের মধ্যে ইসিকে জানাতে হবে। মনোনয়ন প্রত্যাহারেরও দিনও কাল রোববার। অর্থাৎ কালকেই বিকল্প প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। এরপর আগামী ১০ ডিসেম্বর সোমবার প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হবে। ওইদিন স্বতন্ত্রী প্রার্থীদেরকেও প্রতিক বরাদ্ধ দিবে নির্বাচন কমিশন। গত ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর ১৩ নভেম্বর তফসিল পুনঃসংশোধনীর ঘোষণা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যহার করা যাবে ৯ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্ধ হবে ১০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। একাদাশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহন করতে যাচ্ছে। এরমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি নিজেদের সবগুলো আসনে নিজস্ব দলীয় প্রতিকে নির্বাচন করবে। মহাজোট শরীকরা আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির শরীকরা ধানের শীষ প্রতিকে নির্বাচন করবে। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) তাদের কাস্তে প্রতিকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে আসন ভাগাভাগি থাকলেও একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে এককভাবে তিনশো আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে প্রার্থী মনোনয়ন দিয়েছে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: ইসিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে জানাতে হবে রোববার; প্রতিক বরাদ্ধ সোমবার