আপিলের রায়ের সার্টিফায়েড কপির দাবিতে ইসিতে বিক্ষোভ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮ একুশ নিউজ: মনোননয়ন পত্র বাতিল হওয়ার পর আপিল করা হলে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা সার্টিফায়েড কপির দাবিতে বিক্ষোভ করছেন ইসি কার্যালয়ের সামনে। শুকবার ইসি কার্যালয়ের আইন শাখায় বারবার যোগাযোগ করেও রায়ের সার্টিফায়েড কপি না পেয়ে হট্টগোল শুরু করেন। মনোনয়ন বাতিল হওয়াদের আপিলে গতকাল বৃহস্পতিবার ৮০জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। কিন্তু মনোনয়ন বৈধতার রায়ের কপি এখন পর্যন্ত পায়নি কেউ। বিক্ষোভকারীদের দাবি রায়ের কপি তো দেয়া হচ্ছেই না, কবে দেয়া হবে সে ব্যাপারেও কোনো তথ্য দেয়া হচ্ছে না সংশ্লিষ্ট শাখা থেকে। বিক্ষোভকারীরা বলছেন, তারা আপিল করলে শুনানি করে নির্বাচন কমিশন প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু রায়ের সার্টিফায়েড কপি দেয়া হচ্ছে না। এতে দলের চূড়ান্ত নমিনেশন না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। শুনানি শুরুর আগের দিন মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, শুনানির পরপরই আমরা রায়ে সার্টিফায়েড কপি দিয়ে দেবো। এদিকে প্রার্থীদের মনোনয়ন বৈধতার কপি ৯তারিখের মধ্যে নিজ নিজ দলীয় কার্যালয়ে জমা দিতে হবে। কেননা প্রত্যেক দল ওই দিন ইসি কার্যালয়ে নিজেদের প্রার্থী তালিকা দিয়ে প্রতিক বরাদ্ধের আবেদন করবে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: আপিলের রায়ের সার্টিফায়েড কপির দাবিতে ইসিতে বিক্ষোভ