সাতক্ষীরায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৮

রেদওয়ানুল ফেরদৌস রনি, সাতক্ষীরা: সাতক্ষীরায় সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ২ অক্টোবর পিস প্রেসার গ্রুপ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে আর্ন্তজাতিক অহিসং দিবস ২০১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ৯টায় সাতক্ষীরার কালিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

শান্তি পদযাত্রা শেষে মানববন্ধন কর্মসূচিতে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও পিস প্রেসার গ্রুপ কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুজন কালিগঞ্জ শাখার সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ সার্স এর ম্যানেজার তাপস কুমার মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, কালিগঞ্জ সরকারী স্কুলের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, সাবেক এ্যাম্বাসেটার ইলাদেবী মল্লিক, সুজনের সদস্য এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম রেজাউল হক রেজা, শিক্ষিকা কনিকা সরকার প্রমুখ।

বক্তরা মানুষের জন্য হিংসা-হানাহানিমুক্ত শান্তি ও সম্প্রীতির এক পৃথিবী গড়ার আহবান জানান।

/আরএ

Comments