ঢাকা, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৬ ভারপ্রাপ্ত সচিব

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

স্টাফ রিপোর্টার: সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন জনপ্রশাসনের ছয় কর্মকর্তা।  রেওয়াজ অনুযায়ী এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়। এর আগে তারা ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিসুর রহমান ও অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. শামসুল আরেফিন এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তার।

আজ বুধবার জনপ্রশাসন কর্তৃক জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়।

/আরএ

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ