শর্ত সাপেক্ষে কোটা সংস্কার আন্দোলন স্থগিত একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮ স্টাফ রিপোর্টার: সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলের দেওয়া ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি হওয়ার আগ পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। রাশেদ খান বলেন, গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুধুমাত্র ঘোষণা দিলেই হবে না, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে। এসময় শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব অবস্থান নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলন থেকে আটককৃতদের মুক্তি, মামলা প্রত্যাহার ও আহতদের চিকিৎসার দাবি জানানো হয়। এছাড়াও ঢাবির ভিসির ভবনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংগঠনের নেতারা। পরে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। /এমএম Comments SHARES জাতীয় বিষয়: কোটা সংস্কার আন্দোলনশর্ত সাপেক্ষে কোটা সংস্কার আন্দোলন স্থগিত