রামপালে নাবালিকার সাথে অনৈতিক সম্পর্ক করায় নৌ পুলিশ সদস্য আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥ রামপালে বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার ঘটনায় জনতা এক নৌ পুলিশের সদস্যকে হাতেনাতে আটকের পর রামপাল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে। জানা যায়, রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ী সন্নাসী নৌ পুলিশ ক্যাম্পের সদস্য খুলনা জেলার তেরখাদা উপজেলা বারাসাত এলাকার হাফেজ জামিল আহমেদের পুত্র মুত্তাকিন বিল্লাহ(৩৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ওই এলাকার এক ব্যাক্তির কিশোরী কন্যা (১৬) এর সাথে ২ মাস ধরে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এদিকে গত ২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় মুত্তাকিন বিল্লাহ ক্যাম্প থেকে বের হয়ে ওই কিশোরীকে ডেকে এনে স্থানীয় একটি দোকানের পাশে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে। এ সময় লোকজন ঠিক পেয়ে ওই কিশোরী সহ মুত্তাকিনকে আটক করে। পরে তাদেরকে ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদ ভবনে আটক করে রাখা হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টায় রামপাল থানা পুলিশ তাকে ইউপি ভবন থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে রামপাল থানায় নিয়ে আসে। খবর পেয়ে বিকাল ৫ টায় নৌ পুলিশের খুলনা বিভাগের ডিআইজি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম রামপাল থানায় আসেন। এসময় রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নূরুল আমিন এর সামনে ওই কিশোরী তার জবানবন্দিতে বলেন, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে গত ২ মাস ধরে আমার সাথে মুত্তাকিন বিল্লাহ দৈহিক সম্পর্ক গড়ে তোলে। সে আমাকে একটি মোবাইল ফোনও দিয়েছে। স্ত্রী ও সন্তান থাকা স্বত্বেও মিথ্যা প্রলোভন দিয়ে আমার সাথে সম্পর্ক গড়ে তুলে প্রতারনা করেছে, আমি এর উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আমিন বলেন, জনতা তাদেরকে আটক করে আমার কাছে দিলে আমি তাদেরকে আমার পরিষদে রাখি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। আমি বিষয়টি মোবাইল ফোনে স্থানীয় সংসদ সদস্য বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহারকে জানাই। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: