ঢাকা, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজনৈতিক দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় শিশু নিহত, গুলিবিদ্ধ বাবা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

একুশনিউজ২৪: রাজনৈতিক দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নোয়াখালীর হাতিয়ায় এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির বাবা মিরাজ উদ্দিন। গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় আহত মিরাজ ‍উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মিরাজ উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

গুলিবিদ্ধ মিরাজ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ডিসেম্বরে হাতিয়া পৌর নির্বাচনে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিনের পক্ষে কাজ করেন। তখন থেকেই স্থানীয় এমপি সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিলো। পুরনো বিরোধের জের ধরে প্রতিপক্ষ এই হামলা করেছে।

নিহত শিশু নীরব উদ্দিন (১০) ওই এলাকার রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

/এমএম

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ