মিরসরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯ মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগর গ্রামে আব্দুল পন্ডিত বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসনে আরা আক্তার লিপি (২৫)। সে ওই বাড়ীর নুর মোহাম্মদের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মেখ আলম সওদাগর বাড়ীর বাঁশ ব্যবসায়ী শেখ আলমের কন্যা। নিহত গৃহবধুর চাচা মফিজুর রহমান জানান, পাশ্ববর্তী গ্রামের কামালউদ্দিনের সাথে ৪বছর পূর্বে ভাতিজি লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে ্িলপির উপর বিভিন্ন কারনে নির্যাতন করতো স্বামী শুশুর শাশুড়ী এবং তালাক দেওয়ার হুমকি দিত। আমার ভাতিজি আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে। তাদের ঘরে ৪ মাস বয়সি ১টি কন্যা সন্তান রয়েছে। হিঙ্গুলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ বলেন, নিহতের স্বামী আমাকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গৃহবধু লিপি গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সাথে ঝুলছে। ফাঁস দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘যতটুকু জেনেছি পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।’ এবিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশের সুরতাহাল করে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের পরিবারের সবাই গা ডাকা দিয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এসকে/ Comments SHARES সারাদেশ বিষয়: মিরসরাইয়