ভোলায় বিকাশের টাকা ছিনতাই ও হত্যা মামলার আসামী আটক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৮ জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: ভোলা চরফ্যাশনে বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাইয়ের প্রধান আসামী মো. আলাউদ্দিন কে আটক করেছে শশীভূষন থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে শশীভুষন থানার উত্তর চর মঙ্গল এলাকার ৬ নং ওয়ার্ড থেকে শশীভূষন থানা পুলিশের অফিছার ইনর্চাজ হানিফ সিকদারের নেতৃত্বে তাকে আটক করা হয়। থানা সুত্র জানা যায়, চরকলমী ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের ৬ নং ওয়ার্ডের মোশারেফ হোসেনের ছেলে আলাউদ্দিন । সে কয়েক বছর যাবৎ এলাকায় অপরাধের রাজত্ব করে আসছিল। ছিনতাই, চুরি, মাদক, অপহরন, মুক্তিপনসহ কোন অপারাধই বাদদেননি সেই আলাউদ্দিন। গত বছর চরফ্যাশনের এক বিকাশ কর্মীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করে আলাউদ্দিন। টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ইতিপুর্বে ৪ জন আসামিকে আটক করলেও পলাতক থাকে আলাউদ্দিন । কিন্তু শেষ রক্ষাও হলো না সেই বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলাউদ্দিনের, গত বুধবার দিবাগত রাতে পুলিশের অভিযানে আটক হন সে। আটককৃত আলাউদ্দিনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছেন শশীভূষন থানা পুলিশ। তার বিরুদ্ধে শশীভুষণ থানায় ২টি হত্যা, অপহরন, চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। Comments SHARES সারাদেশ বিষয়: ekushnewsএকুশএকুশনিউজছিনতাইবিকাশভোলাভোলায় বিকাশের টাকা ছিনতাই ও হত্যা মামলার আসামী আটক