ভৈরবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

আফসার হোসেন তূর্য, ভৈরব: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ভৈরবে ২২ অক্টোবর (রোববার) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

সরকারি ভাবে উপজেলা পর্যায়ে এই প্রথম ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০.৩০ এ ভৈরব উপজেলা পরিষদ প্রাঙ্গন হইতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় । এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা মোহাম্মদ কাজী ফয়সাল।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম. বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ আলাল উদ্দিন। ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বাহালুল খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রিপন কুমার পাল, উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে.এন.এম. জাহাঙ্গীর, ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফজলুল হক, সাদ-বাংলাদেশ এর প্রধান নির্বাহী মতিউর রহমান সাগর, বৈশাখী টেলিভিশন ভৈরব প্রতিনিধি মোঃ আদিল উদ্দিন আহমেদ আদিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর ভৈরব শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয় সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমদে বিপ্লব, যুব বিষয়ক সম্পাদক তানভির আহমেদ, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, মোঃ আসাদুজ্জামান বাবুল, মোঃ নুরুজ্জামান, এডভোকেট মোশারফ হোসেন, সাংবাদিক মো. আফসার হোসেন তূর্জা প্রমুখ । এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বছর সরকার, দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বিভিন্ন আন্দোলন ও দাবির মুখে ২২ শে অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেন।

/আরএ

Comments