বালিয়াকান্দিতে ১২ শিক্ষার্থীকে বিজ’র শিক্ষবৃত্তির চেক হস্তান্তর

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

অনিক শিকদার, বালিয়াকান্দি, রাজবাড়ী: বালিয়াকান্দিতে হতদরিদ্র পরিবারের ১২ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি চেক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ণ সংস্থা বাংলাদেশ এক্সটেনশন সার্ভিসেস (বিজ)।

পিকেএসএফ-এর অর্থায়নে শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছে। এতে সকল শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বিজের এরিয়া ম্যানাজার সৈয়দ রায়হান আলীর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার, বিজ’র সিনিয়র জোনাল ম্যানাজার মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ণ সংস্থা বাংলাদেশ এক্সটেনশন সার্ভিসেস (বিজ) ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ, কৃষি, গবাদি পশুপালন প্রশিক্ষণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, মানব সম্পদের উন্নয়ন, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

/আরএ

Comments